মুষলধারে বৃষ্টি পড়ে,
মনটা আমার কেমন করে,
মন করে আনচান।
ভাবছি বসে দিনভর,
বজ্রপাতে কাঁপল ঘর,
কাঁপল আরো প্রাণ।
ব্যাঙের মনে ফূর্তি ভীষণ,
নাচে গানে করে আলোড়ন,
করে বৃষ্টি বিলাস,
সকাল বিকাল নেই তো বিরাম,
কাটছি ছড়া বৃষ্টির নাম,
আষাঢ় শ্রাবণ মাস।
পথ ডুবছে কাদা জলে,
দুষ্টরা সব বেরিয়ে দলে,
করছে যে হৈ চৈ,
কদমের ডাল কী অপরূপ,
নতুন জলে ফিরে রূপ
শিং, মাগুর আর কৈ!
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com