আকাশটা অন্ধকার হ'য়ে আসে , বর্ষা হবে জোর
মানুষ তৃষিত ভুখা স্বপ্নের আফিমখোর
পুরুষানুক্রমে, বস্তিতে কলহ বাধে, শিশুগুলো কাঁদে,
উল*ঙ্গ বেহায়া দেহ, গূঢ় গর্জন শুনছি ঘন দিঙনাদে
অবসাদে দেবতাও দয়া ভুলে , জ্বলে দাবানল
মনে মনে-- বনে নয় শুধু । খুঁজে মধু পরিমল
বিলাসী লোলুপ চোখ । শোক তাপ ভয়
তুচ্ছ হয় ভাসানের বান-জলে, রিক্ত নিরাশ্রয়
শিকড়গুলোতে কাঁদে উন্মূলিত আর্ত বিভীষিকা।
খুড়কুটো আছে কি ধরার মতো ? শত মরীচিকা
দৃশ্যপটে দুলে উঠে, বলাই বাহুল্য।
শিশুরা কাঁদছে কেন ? নাচার উল*ঙ্গ ঘটে আগুনও দুর্মূল্য !।
তুল্যমূল্য বিচারের সময় এখন নয়, ক্রূর রাজনীতির
সময় এখন নয়, এখন বিপন্নকে উদ্ধার-ব্রতীর
দরকার আর্ত মহল্লায় বস্তিতে ভাসানের চরে,
কান্নাগুলো দিঙনাদে বেজে ওঠে প্রহরে প্রহরে ।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com