আকাশমনি এটা একটা ফুলের নাম ।। মুহাম্মদ কামরুল হাসান



আমাদের সোনালী স্মৃতির মতোই ঝুলে আছে আকাশমণি
রোমন্থনের হালকা দোলায় যেমন নেচে উঠে হৃদয়
ঠিক অমন ভাবেই উত্তরী বায়ুতে গাঁ ভাসায় আকাশমনি।
আকাশমনি এটা একটা ফুলের নাম, আর আমি ভ্রমর তার।
স্মৃতির দেয়াল রঙিন করে নেয় আমাদের ফেলে আসা
সময়ের কাঁটা আর বনের মনে আগুন লাগায় এ ফুল।
নশ্বর এই জীবনের ঐশ্বর্যই সে সোনালী স্মৃতি।
শিল্পকলার শীরিষ তলায় আনমনে বসে থাকা
গোধুলী লগ্নে কাজীরদেওরির মালাই চায়ের কাপে
বিষন্নতার আবির্ভাব
কিংবা বিদায় বেলার নির্মোহ দৃষ্টিতে অবলোকন
সবই আজ আকাশমনির মতোই চির উজ্জ্বল, উজ্জীবিত।
যখনি আমি আমাকে উন্মুক্ত করি তোমার পৃথিবীতে
হঠাৎ ধেয়ে চলে এক কাল বৈশাখী। লন্ডভন্ড করে স্মৃতির দেয়াল
তবুও তোমার অস্তিত্ব টের পাই ঝুলে থাকা আকাশমনির মতোই।
আকাশমণি একটি ফুলের নাম, আর আমি তার ভ্রমর।

৩০-০৪-২০২০

সূচিতে ফিরতে ক্লিক করুন


আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. অসাধারণ কবি।
    ভালবাসা নিবেন

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।