বৃষ্টি মুখর কোনো এক বিকেলে বারান্দায় গ্রীল ছুঁয়ে দাঁড়িয়ে, একলা ভাবনা। কত কত বৃষ্টি ঝড়ে পরে পৃথিবীর বুকে শত শত অনুভূতি নিয়ে। কোনো বৃষ্টি উচ্ছাসে ভড়িয়ে দেয় আবার কোনো বৃষ্টি বিষণ্ণতার কারণ।
আচ্ছা! এই বৃষ্টিগুলোর কি কখনো মায়া জমেনা! কারো কারো যে স্মৃতি জাগানিয়া হয়ে কষ্টের কারণ হয়, তা কি বৃষ্টি জানে? হয়তো জানে না! নতুবা মন খারাপের সময় স্মৃতির পসরা সাজিয়ে দুয়ারে দাঁড়াতো না।
জীবনের কিছু প্রিয় জিনিসগুলোই অপ্রিয়তার কষ্ট হয়ে দাঁড়ায়। যেমন বৃষ্টি! বর্ষাকাল খুব পছন্দের ঋতূ হলেও, সকল অভিমান আর অভিযোগের কাঠগোড়ায় ঠায় দাঁড়িয়ে থাকে ঝড়ে পরা বৃষ্টিগুলোই। কখনোবা মন রাঙিয়ে যায়, আবার কখনো গলা আটকিয়ে এক রাশ দীর্ঘশ্বাস হয়ে মনের কোণে স্মৃতি হাতরিয়ে বেড়ায়।
৫ই জুন, ২০২০খৃষ্টাব্দ
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com