আকাশ জুড়ে ঘনীভূত
রাশি রাশি মেঘপুঞ্জ
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হয়ে ঝড়ে
সিক্ত করে প্রকৃতিকে।
টিপটাপ, রিমঝিম সুরে
আবার কখনও কখনও
ঝড় ঝড় টানা বর্ষণে
বর্ষার আগমন ঘটে ধরণীতে।
ঝম ঝম বৃষ্টিতে
জমে ওঠে আষাঢ়ের নৃত্যগীত
শ্রাবণের অনবরত বারিধারায়
বর্ষারাণী পূর্ণতা পায়।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com