আষাঢ় এলো গগন তলে,
ভূবন ডুবলো অথই জলে।
খুকু বলল,
মাগো আমরা থাকবো এখন কই?
পাতাল হতে জল যে আসে
মাগো আমার ভয় যে লাগে
দিনের শেষে রাত যে আসে ক্লান্ত যখন হই,
মাগো আমরা থাকবো তখন কই?
দ্বীপগুলো যে ডুবে গেছে,
পাখিগুলো উড়ে গেছে,
জীব-জানোয়ার তেড়ে আসে
জল থই থই,
মাগো আমরা থাকবো এখন কই?
সাঁজ পরেছে ভর দুপুরে
কি করবে আর বীর ডুবুরে!
রোদে পুরে জলে ভিজে
করছি হইচই,
মাগো আমরা থাকবো এখন কই?
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com