নানা বাড়ির বড় নানা কইলো ডাকি নানিরে
পান সুপারি কেমনে আনুম সব জাগাতে পানিরে।
নানির সেকি রাগ
মুখ যে হলো লাল
মুখ দিয়ে তার ফুটলো কথা-
তুই আস্ত এক মাকাল!
শুনে তাই
নানা ভাই
ধরলো গান
সুরের পায়ে মারল টান-
কদম-গাছে ফুল ফুটেছে হলুদ হলো ডাল
আঁধার রাইতে ব্যাঙে ডাকে এখন বর্ষাকাল।
এবার নানি হাসলো তো নয়
নাচলো কোমর দুলিয়ে
ধরলো যে গীত নানার সামনে
গাইলো তা গাল ফুলিয়ে -
বর্ষাকালে
রাত-দুপুরে
গগন ছিঁড়ে
বৃষ্টি পড়ে
চারিদিকে
বৃষ্টির পানি
হেসে খেলে
থৈথৈ করে।
আমায় তখন নাও না কেন?
ভিজতে
বৃষ্টির ঐ জল সিচতে
এবার তবে ব্যাঙের মতন ডাক
তোমার ব্যাঙের মতন নাক,
ঘ্যাঙরঘ্যাঙ ঘ্যাঙরঘ্যাঙ ঘ্যাঙরঘ্যাঙ ....।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com