আমার দ্বিগন্তজোড়া মাঠে,
আর বৃষ্টির ছোঁয়া নেই।
নেই, শিশিরের আলতো ছোঁয়া...
আর কেউ আমার হৃদয় মাঠের
নরম ঘাসে, নূপুর পায়ে হাটে না।
আর কেউ দেয় না, নরম হাতের স্পর্শ,
আমার হৃদয় মাঠে লাগানো গুল্মে।
রাজহংষ আর খেলা করে না
আমার হৃদয় মাঠের লেক-এ।
দখিনা বাতাশও আর ছোঁয়া দেয় না,
আমার হৃদয় আকাশে।
খা খা রোদের ঝিলিক এখন আমার
হৃদয় মাঠে।
অগ্নিগীরির লেলিহান স্ফুলিঙ্গ এখন
হেটে চলে।
প্রস্ফুটিত ফুলটি আজ চুপসে গেছে,
কখন যেনো ঝড়ে পরে
আমি, তার অপেক্ষায়.