১
চোখ অন্ধ হলে মানুষ কিছুই দেখে না,
আমি প্রেমান্ধ বলেই কেবল তোমাকে দেখি!
২
সখি, ভালোবেসে আমাকে আঁকড়ে ধরো,
নয়তো গুন দা'র সাথে দেহ বিনিময় করো।
৩
আমি তোমার পাড়ায় শ্রাবণ দিনের খন্ড খন্ড মেঘ,
যতটুকুই আমার বোকামি ভাবো ততটুকুই আমার আবেগ!
৪
হঠাৎ করে চলে যাবো ভাবতে পারো যারা
জেনে রাখো, আরো কিছুকাল থাকবো আমি; আমার নেই তাড়া!
৫
পাড়ার সকল লোকে আমায় পাগল বলে বলুক,
তবুও রোজ তাদের মুখে আমার কথাই চলুক!
৬
এ হৃদয় বলে যা রোজ গোপনে
সকলে কি তা কান পেতে শোনে?
৭
দুজন পথিকের একটাই পথ
পাশাপাশি হাটে তবুও ভিন্ন মত!
৮
রাত কালো বলেই দিন এতো আলোময়,
সত্য পরাজিত হলেই ; মিথ্যার নিশ্চিত জয়।
৯
দেশে একজন খাঁটি সোনার মানুষ চাই,
যার চোখ কান নাক মুখ সব থাকলেও লোভ-লালসা নাই!
১০
তোমার নিয়তি তোমাকে টেনেছে, আমার নিয়তি আমায়;
নিয়তির আর কী দোষ বলো! সে-তো নিয়তির জামাই।
১১
এ হৃদয়ে নাহি কোন, অভিযোগ- অনুযোগ;
বৃথা তব কেন কষো জীবনের যোগ-বিয়োগ?
১২
প্রিয়ার নাম রেখেছি কবিতা, আমি হলেম কবি!
দুজনের মধ্যে যেটুকু মিল; ক এবং বি!