বন্যা এলেই ।। আবু নাসের সিদ্দিক তুহিন


বন্যায় ডুবে গেলো
আমার থাকার নীড়,
একমুঠো ভাত কেউ দেয়নি
সেটাই দেখার ভিড়।
সবাই আছে সবার তালে
কেউ তুলছে ছবি,
কেউ বা এসে ছিলিপ বিলায়
কাব্য লেখেন কবি।
আমার পেটে ক্ষুধার জ্বালা
নেইতো কোন আগুন,
সেলফি তুলে, হেল্পি নাটক
বন্যা কারো ফাগুন।
সবাইতো আর ত্রাণ পায়না
মধ্যচরে কে নেয়,
সবাই বিলায় ধান্দা নিয়ে
ফেরৎ কিছু যে দেয়।
বন্যায় সমাজ সেবক
খুব এগিয়ে থাকে,
কোটি টাকার ফান্ড কুড়িয়ে
দামি গাড়ি হাঁকে।
ওরা বিলায় সবার শেষে
মুখোশ পড়ে বেশে,
যারা পেলো হেসে হেসে
সম্ভাবনার দেশে।
বন্যা এলেই তাদের
কাজটা খুব বারে,
কোটি টাকা ডোনেট তুলে
গুছিয়ে হারে হারে।
সবাই মিলে পারলে এসো
বাড়িয়ে দেই হাতটা,
সবার আগে দরকারী কাজ
ত্রাণেই রাখুন খাতটা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।