নারী তুমি ।। রাজিয়া সুলতানা

 
নারী তুমি মা, তুমি দেবি-
স্রষ্টার এক অপরুপ সৃষ্টি-
স্বর্গের প্রতিচ্ছবি।
নারী তুমি সেই জাতি,
পুরুষের ভাঙ্গা স্বপ্ন পুরণের-
আলো ছড়ানো মতি।
নারী তুমি নারী নও শুধু-
স্বর্গ রাঙ্গানো তুলি,
জগৎ ধরণীর ফুটন্ত পুষ্প-
সন্ধ্যার আকাশে রংধনু গোধুলী।
আবার সেই নারীই তুমি-
লাঞ্চিত-বঞ্চিত,
সমাজ হতে বিতারিত, অবহেলিত-
কলংকিত, ধ*র্ষি*ত এক মেয়ে।
স্বর্গ সাজানো হবে নাকি-
আবার সেই তোমাকেই দিয়ে...!
কী অপরুপ সৃষ্টি তুমি..!
জগৎ ধরণীতে দিয়েছো হাজার-
লাঞ্চনার সাগর পাড়ি,
তবু নিজেকে ভুলে, পরকে সাজাতে-
জগৎ সংসার আগলে রেখেছো ধরি।
নারী তুমি সত্যি নারী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post