মৃত্যুঞ্জয়ী ।। নাজমুল হুদা পারভেজ

তোমার হাত ধরে উঠেছিলাম,

লালমাই পাহাড়ের চূড়ায়

সবুজ দিগন্ত মিশে গেছে,

আকাশের দূর নীলিমায় ।

প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতায়,

বলেছিলাম তোমায়- রেখে যাব,

এখানে শুধু, তোমাকে মানায় ।

কাজল দেয়া তোমার হরিণী দুটি চোখ-

কপালে সবুজ টিপ যেন,

নান্দনিক করেছে তোমার মুখাবয়ব ।

নীলাম্বরী শাড়ির আচল-

তোমার উড়ছে বাতাসে-

মেঘের ভেলায় ভেসে কখন যেন,

হারারিয়ে যাও দূর আকাশে ।

সারারাত জেগে খুঁজবো আমি,

আকাশের ঐ তারাদের ভিড়ে,

অবশেষে, বুকের ভেতর,

খুঁজে পাবো তোমায়, প্রেমের নীড়ে ।

বিকেল পেরিয়ে সন্ধ্যা এলো -

আকাশে ফুটল জ্যোৎস্নার আলো।

রাতের আলোয় তুমি, বদলে গেলে,

অপরূপা চাঁদ হয়ে সামনে এলে ।

যা ছিল লুকানো বুকে, ধরলে তা মেলে,

স্বপ্নের সিঁড়ি বেয়ে , হেঁটে চললে ।

সময় পেরিয়ে গেল, স্রোতের মতন,

আমাকে বললে চলো, ফিরবো এখন ।

পাহাড়ের খাদ বেয়ে নামছি যখন ,

বললে, বুকের ভিতর করছে জ্বালাতন ।

পাহাড়ের পাদদেশে. আমার কোলের উপর-

মাথা রেখে ঘুমালে তুমি, শরীর নিথর ।

নিঃশ্বাস নিলে না আর, তোমার বুকে-

পাথর হয়ে গেলাম, তোমার শোকে

ঝাপসা চোখে আমি, চারিদিকে চাই-

প্রকৃতির মাঝে, তোমায় খুঁজে না পাই ।

অমায় ছেড়ে তুমি

না ফেরার দেশে, করেছ প্রস্থান

আমুত্যু বেঁচে রাবে তুমি-

মোর বুকে, মৃত্যুহীন প্রাণ ।

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।