বর্ণপ্রপাত শরৎ সংখ্যা ১৪২৭ এর লেখা আহ্বান


বৃষ্টি থেমে গেছে কবে। প্রকৃতির সতেজতা মন কেড়ে নেয়। নীলাকাশে ভেসে বেড়ায় সাদা তুলার মতো সারি সারি হংস বলাকা। নদী তীরে কাশফুল অপরূপ সৌন্দর্য নিয়ে নিজেকে উপস্থাপন করতে ব্যস্ত। বুঝতে বাকি থাকে না এ শরৎকাল। আর শরৎকাল মানেই বর্ণপ্রপাতের নতুন আয়োজন।

 বর্ণপ্রপাত শরৎ সংখ্যা ১৪২৭

 লিখতে পারেন আপনিও।
ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, ফটোগ্রাফি ছাড়াও বর্ণপ্রপাতের নিয়মিত সব বিভাগে।
লেখার সাথে লেখকের পুরো নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, শিক্ষা জীবন, জন্ম তারিখ, পেশা (যদি থাকে) প্রকাশিত বই এর নাম (যদি থাকে), শখ ও এক কপি ছবি, মোবাইল নং, ইমেইল ঠিকানা আগামী ০৫ সেপ্টেম্বর ২০২০ এর আগে পাঠাবেন। লেখায় বর্ণপ্রপাত শরৎ সংখ্যা ১৪২৭ উল্লেখ করতে ভুলবেন না।

ইমেইলঃ bornopropat@gmail.com

যারা ইমেইলে পাঠাতে সমস্যা মনে করবেন তারা আমাদের ফেসবুক পেজ ও আইডির ইনবক্সে পাঠাতে পারবেন। আপডেট পেতে পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
ফেসবুক পেজ : বর্ণপ্রপাত

ফেসবুক আইডি : বর্ণপ্রপাত
বিস্তারিত জানতে ঘুরে আসুন বর্ণপ্রপাত

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।