মাটি-বায়ু-জল দিয়ে বাঁচাইছো তুমি!
ঋতু ছয় সুধাময় ঘুরে ফিরে আসে
জগৎ জননী রুপে পাই বার মাসে।
বৈশাখে ধানের শীষে সোনা ফুল ফুটে
ঘ্রাণে ভরা পাকা ফল জৈষ্ঠে ঘরে উঠে।
আষাঢ় শ্রাবণে বৃষ্টি নদী নালা ভরে
গগনে ঘনমেঘ ঐ— চারিদিকে ঝরে।
সাদা মেঘে গা ভাসায় শরত আকাশে
রোদ ভরা দিন শেষে মধু রাত আসে।
শীতের কুমারী আসে কুয়াশায় ভেসে
তাজা শাক-সব্জি দিতে কৃষাণীর দেশে!
বসন্ত বন্ধনা মাগে ফুলে ফুলে সাজি
মঙ্গল বর্ষিত হোক বঙ্গ মাতা রাজি!