MrJazsohanisharma

বঙ্গ-মাতা ।। ওয়াসীম আকরাম

তোমার কুলে জন্মেছি প্রিয় জন্ম-ভূমি
মাটি-বায়ু-জল দিয়ে বাঁচাইছো তুমি!
ঋতু ছয় সুধাময় ঘুরে ফিরে আসে
জগৎ জননী রুপে পাই বার মাসে।
বৈশাখে ধানের শীষে সোনা ফুল ফুটে
ঘ্রাণে ভরা পাকা ফল জৈষ্ঠে ঘরে উঠে।
আষাঢ় শ্রাবণে বৃষ্টি নদী নালা ভরে
গগনে ঘনমেঘ ঐচারিদিকে ঝরে।
সাদা মেঘে গা ভাসায় শরত আকাশে
রোদ ভরা দিন শেষে মধু রাত আসে।
শীতের কুমারী আসে কুয়াশায় ভেসে
তাজা শাক-সব্জি দিতে কৃষাণীর দেশে!
বসন্ত বন্ধনা মাগে ফুলে ফুলে সাজি
মঙ্গল বর্ষিত হোক বঙ্গ মাতা রাজি!

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post