তোমার অপেক্ষায় থাকি ।। নাজমুল হুদা পারভেজ

 

এখনো ভোর হয়নি-

বাগিচায় ফোটেনি নানা রঙ্গের ফুল ।

এখনো আঁধার কাটেনি-

আছি নতুন প্রভাতের প্রতীক্ষায় ।

এখনো সকাল হয়নি-

ঘাসের ডগায় শিশিরে রৌদ্রু আঁকেনি নতুন দিনের আল্পনা,

সুতরাং, একটি নতুন সূর্যের অপেক্ষায় আমি ।

আমি প্রতিটি রাত জেগে থাকি-

সকালে নতুন বার্তার অপেক্ষায়।

প্রতিটি রাত জেগে জেগে স্বপ্ন দেখি-

জীবনের নতুন সকাল আসবে বলে ।

ঘরের ভেতরের গুমোট বাতাসে আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় ।

অপেক্ষায় থাকি নতুন দিনের-

সোনালী সকালে তুমি,

শিশির ভেজা পায়ে এক মুষ্টি রজনীগন্ধা হতে,

সামনে এসে দাঁড়াবে,

মিষ্টি হাসি দিয়ে বলবে-

তোমার প্রতিক্ষার প্রহর শেষ হয়েছে।

জীবনঘাতী কোভিড নাইনটিন

পৃথিবী থেকে বিদায় নিয়েছে ।

আমার হাত ধরে চলো-

খোলা আকাশের নিচে যাব ।

আজ শুধু আমরা দুজন-

বুক ভরে মুক্তবাতাস নেব,

সবুজ মাঠের প্রান্ত ছুঁয়ে হেঁটে যাবো বহুদূর-

তোমাকে শোনাব জীবনের নতুন গান ।

তোমার গান শুনবো বলে-

বেঁচে আছি, বেঁচে থাকি এবং বেঁচে থাকব ।

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।