চৌচালা ঘরের ভেতরে
বিছানায় বসে থেকে
জানালার ভেতর দিয়ে
চোখ চলে যায়
ধানক্ষেতের আইল ধরে
বেণী দুলিয়ে স্কুল থেকে
বাড়ি ফিরছে
দশম শ্রেণীর কিশোরী।
বাড়ির পাশে পুকুরে
লাফিয়ে ওঠা মৃগেল বাউশ
নারিকেল গাছের চিরল পাতায়
ঢেউ খেলিয়ে যায়
শিলাসী গ্রামের বাতাস
আহা !
সুশীতল পরশ বুলানো
বাশের মাচানে লাউশাক
আর পাতিলেবু গাছের
ভরন্ত যৌবন।
বার্ধক্য ছুতে না পারা দীর্ঘ
ঋজু মানব একজন
প্রতিদিন শৈশবে ফেরেন।
ফিরে যেতে যেতে তার
চোখ হয়ে আসে প্রস্তর-
আঘ্রাণের পরে পৌষ
ফিরে আসে বারবার
পাটিশাপটা , ভাপাপুলি, পাকান
গরম তেলের কড়াই এ
ভেসে ওঠে বারবার
মাঘী পূর্ণিমায় শিলাসী গ্রামে।
৩১/৭/২০২০
লেসথো