কেন এত ভালোবাসি ? ।। নাজমুল হুদা পারভেজ

                     

ওকে কেন এত ভালোবাসি ?

পড়ন্ত বিকেলে ভাবছি বসে, নদীর তীরে বসি ।

একটি মাছরাঙ্গা, জলের উপর ভাসছে বাতাসে

ওর আহারী মাছ, নদীর পানিতে মিশে আছে ।

দিনের শেষ আহারটা সে করতে চায়

শত চেষ্টাতেও কোন মাছ, ও ধরতে না পায় ।

গান গেয়ে ,নাও বেয়ে - মাঝি বাড়ি ফিরে যায়

ভাবছি আর দেখছি যা- কিছু দৃষ্টির সীমানায় ।

ওকে কেন এতো ভালোবাসি ?

নিজেকে নিজের মতো করে,  বারবার শুধাই ?

মনের অজান্তেই পুরনো স্মৃতির পাতা উল্টাই ।

কলেজের মাঠে ওর সাথে হয়েছিল,  প্রথম পরিচয়-

সেদিনই দুজনার মাঝে,  সামান্য কিছু কথা হয় ।

মিষ্টি হাসি আর ওর গোছালো কথাগুলো

প্রথম দেখাতেই আমার, মনটা কেড়ে নিল ।

কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায়

এত কাছাকাছি এসেও, ওকে ভালোবাসি বলি নাই ।

ওকে কেন এতো ভালোবাসি ?

কেন  আজো বুকে ভালোবাসার নদী বয়ে যায় ?

প্রকৃতির কাছে প্রশ্ন করেউত্তর পাই নাই।

সূর্য ডুবে গিয়ে চারিদিকে আঁধার নেমে আসে,

সম্বিৎ ফিরে ওকে খুঁজি চারপাশে ।

এভাবেই ও আমার জীবনের সাথে মিশে আছে

জানা হয়নি কোনদিনও, আমায় কি সে ভালোবাসে ?


 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।