মৃত্যু তুমি কখন এলে নিরবে চুপিসারে!
দুয়ার সেতো বন্ধ ছিল ঘর অন্ধকারে।
বড় কোমল নবীন আমি পুষ্প বাগে রাণী,
নিঠুর তুমি চালাক অতি হৃদয়হীন জানি।
করবে বধ প্রাণ আমার আজ!
কে আছে বলো বুঝে তোমার সাজ?
স্বপ্ন চোখে নিযুত কোটি তোমার নেই দায়,
তুমিতো শুধু তোমায় বোঝো বুঝবে কি আমায়
একটু যদি সময় দিতে বসতে এসে কাছে,
দিবে না জানি অহংকারী দুষ্ট হেসে পাছে,
করবে বধ প্রাণ আমার আজ,
ভন্ড তুমি নেই তোমার লাজ।
তবুও বলি একটু ভাবো বুঝতে পারো যদি,
মুক্তি দিলে এই আমায় হবেনা বেশি ক্ষতি।
কসম দিয়ে বলছি শোন জীবন বড় দামি,
একি! এলে যে! পন্ডশ্রম করেছি শুধু আমি?
করলে বধ প্রাণ আমার আজ,
একি তোমার হৃদয়হীন কাজ!