শরতের নিস্তব্ধতা ।। মুমতা হেনা মীম

সেদিনও শরতের নিস্তব্ধ দুপুরে
মুগ্ধ হব আমি
মৃদুমন্দ বইবে বাতাস
দুলবে কাশবন খানি।
কাশফুলের শুভ্রতা আর
তুলো তুলো মেঘের নৃত্য
অপলক তাকিয়ে রব আমি,
হারিয়ে যাব স্মৃতি গহ্বরে
কিন্তু হঠাৎ কী যেন হবে...
স্বপ্নরা বিলুপ্ত হয়ে যাবে হয়ত,
রহস্যময় পৃথিবী হঠাৎ
আমার দিকে চেয়ে
বিদ্রুপের হাসি হাসবে!
ঝাপসা হয়ে যাবে সব
হঠাৎ বধীর হয়ে যাব আমি
পাখির ডানা ঝাপটানোর শব্দ,
বাতাসের ফিসফিস,
মেঘমল্লার গান
কিছুই শুনবো না আমি
অকষ্মাৎ শুনবো
শুকনো পাতা মরমর শব্দ!
শুনব শুধু আমি
সেদিনও থাকবে শরতের নিস্তব্ধতা!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post