নাটক ।। বিপুল রায়


মঞ্চের ছত্রপতি শিবাজী
ঝলমলা পোশাক, আর
মেকাপের আড়াল থাকি বিরি
আয়নার আগত দাঁড়ালেই দ্যাখে
নিজের আসল চেহারাটা--
ধুলায়-মাটি একাকার জীবন!
মঞ্চত যাঁর ভয়ে কাঁপে শত্রুপক্ষ
বাস্তবের মাটিত সেই ছত্রপতি
মারির পায় না সামাইন্য ভোক,
অথচ-- সদায় থাকে হাসিমুখে!
বুঝা বড়ো মুশকিল--
কুনটা যে আসল নাটক!
তারিখ: ২০.০৫.২০২০


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post