নাটক ।। বিপুল রায়


মঞ্চের ছত্রপতি শিবাজী
ঝলমলা পোশাক, আর
মেকাপের আড়াল থাকি বিরি
আয়নার আগত দাঁড়ালেই দ্যাখে
নিজের আসল চেহারাটা--
ধুলায়-মাটি একাকার জীবন!
মঞ্চত যাঁর ভয়ে কাঁপে শত্রুপক্ষ
বাস্তবের মাটিত সেই ছত্রপতি
মারির পায় না সামাইন্য ভোক,
অথচ-- সদায় থাকে হাসিমুখে!
বুঝা বড়ো মুশকিল--
কুনটা যে আসল নাটক!
তারিখ: ২০.০৫.২০২০


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।