শরৎরানী ।। নাজমুল হুদা পারভেজ


শরতের প্রথম দিনের প্রথম প্রভাতে

শিশির ভেজা দূর্বাঘাস মারিয়ে-

খালি পায়ে সবুজ ধান ক্ষেতের

আঁকাবাঁকা আলপথ ধরে  তুমি -

হেঁটে আসছো ধরলা পাড়ে ।


প্রতিপ্রাতে তুমি এভাবেই আসো

তুমি আসবে বলেই -

অপেক্ষায়  আছি নদী পাড়ে বসে

হৃদয়কাড়া তোমার হাসি  মুখ দেখব বলে ।

তুমি আসো, নদী পাড়ে –

কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো এবং ফিরে যাও।

তোমার সাথে আমার কোন কথা হয় না,

তবুও আমি আসি,

তোমার প্রতিক্ষায় থাকি ।


অবশেষে তুমি এলে প্রতিদিনের মতোই,

তনু-মনে তোমার শিউলির সুবাস-

মুর্হূতেই ছড়িয়ে পড়ল চারিদিকে ।

নদীর পাড়ে এসে তুমি দাঁড়ালে,

এভাবেই প্রতিদিন দাঁড়িয়ে থাকো অনেকক্ষণ ।

যতক্ষণ নদীর স্বচ্ছ জলের উ্পর 

আলোকরশ্মি ছড়ায়নি প্রভাতের লাল সূর্য ।

দূর্বা ঘাসের উপর সঞ্চিত শিশিরবিন্দু-

রুপালি মুক্তোর দানার মত ঝলমলে করে তোলে নি ,

ততক্ষণ তুমি দাড়িয়ে থাকো-

বিস্তীর্ণ স্রোতস্বিনীর পাড়ে।


তোমার মাথার চুল উড়ে  নির্মল বাতাসে-

মাথার উপর ভেসে বেড়ায় একগুচ্ছ সাদা মেঘ ।

তুমি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে যাও-

তোমাকে দেখে নদীর ওপারে-

বালুচরে হেসে উঠে কাশফুল, 

বৈচিত্রময় শরৎ প্রকৃতিতে তুমি হারিয়ে ফেলো।

আামি তোমাকে যতই দেখি, ততই মুগ্ধ হই

তুমি আমাকে দেখো কিনা জানিনা ।

তুমি  উপভোগ করো, প্রকৃতির অনুপম সৌন্দর্যকে ।

বালুচরের কাশফুল তোমাকে হাতছানি দিয়ে কাছে ডাকে-

নদীর জল পেরিয়ে তুমি যেতে পারোনা ওপারে ।

কিন্তু তোমার উচ্ছ্বসিত হৃদয় স্পর্শ করে কাশফুল ।

তুমি তখন তোমার কল্পনার আকাশে- 

দৌড়ে বেড়াও-সাদা কাশফুল ছুঁয়ে ।

তোমার মাথার উপর দিয়ে উড়ে যায়

এক ঝাঁক শালিক কলকাকলির সুর বাতাসে তুলে ।


হঠাৎ তুমি আমার মুখোমুখি এসে দাঁড়ালে ।

একগুচ্ছ শিউলি ফুল আমাকে দিয়ে বললে-

“আজ শরতের প্রথম প্রভাত, আপনাকে শরৎ শুভেচ্ছা” ।

মুখে তখন তোমার, জুঁই, কেয়া,মালতি আর কামিনি ফুলের

সুবাস ছড়ানো মিষ্টি হাসি, টানা টানা কাঁজল দুটি চোখ 

আমার চোখের পাতা তখন আবিষ্ট । তারপর হঠাৎ-

হাতের চুড়ির রিনিঝিনি শব্দ তুলে, দৌঁড়ে হারিয়ে গেলে

সবুজ ধান ক্ষেতের আঁকাবাঁকা আলপথ ধরে ।

সেই থেকে তুমি আমার হৃদয় রাজ্যে  

ভালোবাসার  শরৎরানী ।


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।