উন্মাদ পৃথিবী, ধ্বংসের স্তুপে মোড়ানো।
হাহাকার চারিদিক!
শুন্য পাখির গুঞ্জন,
ডেকে ডেকে মাথা খাচ্ছে কাক।
ক্ষণে ক্ষনে ভেসে আসে মৃত্যু লাশের গন্ধ।
বিষাক্ত বাতাস,
ভরে গেছে কালো ধোঁয়া আর কার্বন ডাই।
বেসুরো হর্নের আওয়াজ, করছে বধির।
শোনা যায় না মায়ের ডাক,শিশুর চিৎকার।
হঠাৎ,শোনা যায় বছরের পর বছর
না খেয়ে থাকা কুকুরের আর্তনাদ।।
কুকুরের পিঠে পঁচন ধরেছে, কুড়ে কুড়ে খায় পোকা।
রাস্তার পাশে বসে থালা হাতে, করছে আহাজারি।
একটি দানা পাচ্ছে না সে,যাচ্ছি বেশ্যাবাড়ি।
হাজার ধর্ষ*ক পার পেয়ে যায়, অনিয়মের কারণে।
ধুকে ধুকে মরছে ধর্ষি*তা, ধর্ষ*কের শিকারে।
দেখেও দেখিনা অদেখা রয়ে যায়,
বিচার হবে কার?
বিচার অভাবে ধর্ষি*তার মায়ের
বুকফাটা চিৎকার।
সমাজপতির যৌ*ন লালসায় সঙ্গ দেয়ায়
নারাজ মেয়েটার বক্ষ ছেড়া লাশ।