আবেগ ।। নাজমুল হুদা পারভেজ

 


সত্যি বলছি-মিথ্যা নয়

জীবন মানেই আবেগ ময়,

তুমি হাসো-তুমি কাঁদো

আবেগ থেকেই ভালোবাসো।

আবেগহীন - ভালোবাসা

মিথ্যে স্বপ্ন- মিথ্যে আশা,

স্বপ্ন-আবেগ ভাই বোন-

এ দুটো নিয়েই- মানুষের মন।

প্রেমের মাঝে - স্বপ্ন থাকে

আবেগ থেকেই- ভালোবাসে,

আবেগের উপর ভর করে

প্রেমিক-প্রেমিকা নীড় গড়ে।

বিশ্বাস বড়ই - অমূল্য ধন

ভাংলে বিশ্বাস- কাঁদায় মন,

চোখে নামে - জলের ঢল

এটাও ওই আবেগেরই ফল।

ফাঁসির দড়িতে ঝুলায় যখন

খুনের আসামি ও কাঁদে তখন,

জীবনকে সেও- ভালোবাসে

অন্যের জীবন কারে অনায়াসে।

তবুও মানুষ স্বপ্ন গাথে

জীবনটাকে উল্টে দেখে,

বউ- সন্তান- সংসার চাই-

যদিও জীবনটার ভবিষ্যৎ নাই।

কেউ ছুটে টাকার পিছে

কেউবা বলে সবই মিছে,

দম ফুরালে সবথেকে যায়-

আবেগ সেদিনও- মানুষকে কাঁদায়।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post