শরৎপ্রেম ।। নুসরাত জাহান

 


দিগন্তজুড়ে বিস্তৃত নীল আকাশের বুকে

সাদা তুলো তুলো মেঘেদের দল,

খন্ড খন্ড মেঘে সুশোভিত আকাশ!

আমি সেই সুশোভন আকাশের 

প্রেমে পড়ে যাই বারবার। 


আঁকাবাকা বয়ে চলা স্রোতস্বিনী উপকূলে

বিস্তীর্ণ কাশবন,

মনের গহীনে জাগায় শিহরণ!  

আমি সেই সাদা শুভ্র কাশফুলের

প্রেমে পড়ে যাই বারবার। 


খাল, বিল, ডোবা জলে পরিপূর্ণ 

চলে সাদা শাপলার রাজত্ব,

উঁকি দেয় রাশিরাশি পদ্ম!

আমি এই মনোরম দৃশ্যের

প্রেমে পড়ে যাই বারবার। 


বিস্তৃত ভূমিতে সবুজের সমারোহ

ঘাসের ডগায় জমা বিন্দু বিন্দু শিশির কণা,

হালকা বাতাস হৃদয়ে দেয় দোলা!

আমি হৃদয় ছুয়ে দেওয়া সেই মুহূর্তের

প্রেমে পড়ে যাই বারবার। 


চারিদিকে বিরাজমান অপার নির্মলতা

স্বচ্ছ, স্নিগ্ধ, অনাবিল সৌন্দর্যের ছোয়ায়,

সমৃদ্ধবান হয়ে ওঠে বাংলার প্রকৃতি!

আমি শরতের এই লাবন্যময় প্রকৃতির

প্রেমে পড়ে যাই বারবার।


সূচিতে ফিরতে ক্লিক করুন

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. অনেক সুন্দর হয়েছে।
    শুভ কামনা রইলো।

    ReplyDelete
Previous Post Next Post