রং নিয়ে এসো..
যেভাবে গতবার এসেছিলে শরতে।
সেভাবে আবার এসো..
হৃদয়ে মাখাতে আবেগ।
যদি চাও
ভোর হয়ে থেকে যাও!
শিউলির মতো পবিত্র গাঁথায়।
রাতের সমুদ্রের মতো উত্তাল
হয়েও যদি থেকে যাও;
আমি বালুচর হব।
চাইলে পাথরের মতো কঠিনও হতে রাজি।
আছড়ে এসো তুমি জোয়ারের জলে।
তবু থেকে যাও এ বিষাদের নীলে।
জেনেছিলাম তুমি রংধনুর মতোই চিররঙিন
ভালোবাসার এ অন্তরীক্ষ তাই
আজও রেখেছি সীমানাহীন ।