শরৎ শিউলি কাশফুল ।। বদরুদ্দোজা শেখু



ট্রেনে যাই ফিরি নিত্যযাত্রী , লাইনের ধারেকাছে 
দেখি কাশফুল ফুল্ল ফুলেল  থরে থরে ফুটে আছে
সাদায় সাদায় পেঁজা তুলো যেন চঞ্চল সমীরণে
দুলছে দুলছে উৎফুল্লোচ্ছ্বল  শরতের শিহরণে,

আকাশে মেঘের ভেলা ভেসে যায় নির্ভার অনাবিল
দিগন্ত জুড়ে চেয়ে থাকে দূর আকাশের যতো নীল
মনে বেজে উঠে ঢাকের বাদ্যি শুভ শঙ্খধ্বনি
চারিদিকে শুঁকি পূজোর গন্ধ বিজয়ার আগমনী,

এই কাশে আছে সনাতন ধারা যুগ যুগ ধ'রে আসা
বাংলার মুখ সুখ দুখ স্মৃতি প্রেম প্রীতি ভালবাসা
ছুটির মাতন উড়ুউড়ু মন দূরে কাছে অভিসার
শরৎ শিউলি কাশের আবেশে  পুলকিত হৃদিভার

আর ,পথ চেয়ে থাকা প্রিয় মানুষের, সে এলেই ষোলো-কলা
পূর্ণ হবে গো, মনের ভিতর সেই দোলাচল তোলা
হা-হুতাশ যেন কাশফুলগুলো শিউলি ঝরার দিন, 
জুড়ে আছে এতে কতো হৃদয়ের কতো বিষয়ের বীণ ;

মিলনের সুখ ভিড় ক'রে আসে , ভিড় করে বিরহিয়া
মরমী উদাস বাউন্ডুলের ভাষাহীন দরদীয়া
স্বপ্ন-সাধের মেঘমালা আর ঝ'রে যাওয়া ফুলদল,
মিলন -বিরহে  পাশাপাশি দোলে প্রকৃতির পরিমল ।।


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।