ঘাগরা পাগল ।। ইলিয়াস খান

 

আয় উতলা হই। 

স্বাস্থ্যবান শূন্যতা দিয়ে উচাটন 
অতিদীর্ঘ কারুবাসনা ,আর তুমি নমস্য;
শ্বেতপাথরের আবিরে প্রদীপ-শান্ত মন ঘাগরা পাগল। 

ঘড়ি চক্রাকারে উইঢিবি গড়ে ।আয়নায় অধীর 
শরীরে বর্ষা। কালো বিচলিত ইরেজার শিশুদের 
দৃশ্যত যৌথ ঘুম ।

আয় উতলা হই। 
জন্মতারিখের চিহ্নসুখ রেখে 
তুমি নমস্য;
শ্বেতপাথরের আবিরে প্রদীপ-শান্ত মন ঘাগরা পাগল। 


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post