প্রতীক্ষা।। আতিক মেসবাহ্ লগ্ন

দু'শ সত্তর ঘন্টা পেরিয়ে গেলো;

তোমার অপেক্ষায়।

তুমি ফিরলে না!

তোমাকে পাওয়ার আশায়,

প্রতীক্ষারত প্রহরগুলো আজ শ্রান্ত,

তোমার ফেরার গল্প লিখতে,

বেগুনী রঙ্গের পিনপয়েন্ট কলমটা, বড্ড উদগ্রীব।

তুমি ফিরবে বলে,

শরতের একরাশ মেঘ,

নীলের বুকে ছুটে বেড়াচ্ছে,

তোমাকে অভিবাদনের  আশায়,

নিশাকান্ত রাজত্ব করছে, সন্ধ্যার আকাশে।

তোমাকে স্বাগত জানাতে,

শিউলি ফুলে ভরে গেছে, পোড়াবাড়ির গাছটা।


এতোগুলো প্রহর পেরোলো,

বেলকনির কোণে বাসা বাঁধা টুনটুনিটাও,

পরিবারসহ আজ নিরুদ্দেশ।

রয়্যাল ক্যাফের সাতাশ নাম্বার ব্রেঞ্চ এখন,

ধুলা আর মাকড়শাদের মিলনমেলা।

জলিল চাচার কন্ঠে শোনা হয় না,

হৃদয়জুড়ানো ভাওয়াইয়া গান। 

তুমি নেই বলে,

সন্ধ্যা নেমে এসেছে আমার জীবনে।

সন্ধ্যার আঁধারে চাঁদও ক্লান্ত হবে,

সুখগুলো পালিয়ে বেরোবে,

জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা,

দুর্বোধ্য সব চোরাগলিতে।

তুমি ফিরবে তো?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।