মনের প্রেক্ষাপট
স্বপ্নের সন্ধানে সাম্পান সাজাই সদা
কালের কন্ঠে কিছু কম্পনের কবিতা
নিত্য নতুন নতুনত্ব নাচায় নিরবধি
বিবেকের বেকারত্বে বড়ই বেজার বিধি।
প্রকৃতির সাথে
জীবন তুমি কেন এত রং বদলাও
আমাকে দেখাও বিচিত্র রূপ
আমিও পাগলের মত সঁপে দেই নিজেকে
করি না ভালো মন্দের বিচার
শুনি না কারো মধুর মধুর বাণী অনবরত তোমার পানে
চলি কখনো নন্দলাল বেশে
কখনো বা সত্যিকারের বীরের বেশে।