তট ছাঁয়া বিলায় সমান ত্বরে
অসীম ক্লান্তি মিটে যায়।
না থাকিলে তকতকে সম মৃত্তিকা
গোপন কাটা বিঁধে ধায়।
আকাশ বিশাল উড়ে বেহুশ মন
হারিয়ে যাবে ধরে রাখো।
মেঘ গর্জনে ধাক্কা খেলে লুটায়
উত্তম নিজ থেকে জাগো।
কার সাথে তোমার ভাবের পিরিত
তাতে দিন দুপুরের কী।
দিন পেরুলে আঁধার রাত আসিলে
আমি থাকি অহং নিঃ।
সাতে পাঁচের সুরের তালে নেচে
শুষ্ক পদে ঘাঁ হলে।
আমায় ডেকো আগের মতই অন্তরালে
শুশ্রুশার পথ্য দেবো মিলে।