সাতে পাঁচে ।। মাইদুল ইসলাম

 

 

তট ছাঁয়া বিলায় সমান ত্বরে

অসীম ক্লান্তি মিটে যায়।

না থাকিলে তকতকে সম মৃত্তিকা

গোপন কাটা বিঁধে ধায়। 

আকাশ বিশাল উড়ে বেহুশ মন

হারিয়ে যাবে ধরে রাখো।

মেঘ গর্জনে ধাক্কা খেলে লুটায়

উত্তম নিজ থেকে জাগো। 

কার সাথে তোমার ভাবের পিরিত

তাতে দিন দুপুরের কী।

দিন পেরুলে আঁধার রাত আসিলে

আমি থাকি অহং নিঃ। 

সাতে পাঁচের সুরের তালে নেচে

শুষ্ক পদে ঘাঁ হলে।

আমায় ডেকো আগের মতই অন্তরালে

শুশ্রুশার পথ্য দেবো মিলে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।