আলো আঁধারে জীবন গড়া
আমরাতো নই অর্বাচীন,
দুখের পাথারে সাঁতার করা
আর কত রই অন্তরীণ।
আর কতকাল আঁধারে রবে
হে অবরোধবাসিনী,
এবার এসো আলোর রথে
মুগ্ধ নয়নাহাসিনী।
যতবার তুমি জন্ম নিয়েছ
জন্ম দিয়েছ ততবার,
শতবার যে আঘাত সয়েছ
ঘৃণা লাঞ্ছনা বারবার।
যাহারে করিলে যতনে লালন
সহিলে শত দুখ,
কে জানিত সেই তোমারে
দানিবে কালোমুখ।
মানুষের প্রেমে সৃজিত মানুষ
মানবিক গুণহারা,
অমানুষ রূপে প্রকাশ তাহার
আমরা যে দিকহারা।
স্নেহের পরশ দিয়েছ অনেক
এবার ঘোরাও ছড়ি,
অবাধ্য নীচেরে বাঁধনে বাঁধ
পরাওগো হাতকড়ি।
আঁধার ঘরে আলোকজ্যোতি
জ্বালাও তুমি নিতি,
জীর্ণ সমাজের আঁধার ঘোচাও
তাড়াও দুঃখ ভীতি।