ফাঁসি চাই ।। ইমরান তুষার

 



নীল জল কমলের ভাষায়
পথ প্রান্তের নির্মল আশায়
অনামিকা যেথা শাবক হাসায়
অবাধ্য বায়না কোলে ঠায় পায়

সেথা অশ্রু এনেছ যারা,
 আমি তাদের, 'ফাঁসি চাই'।

স্নেহ মাখা ভাতে,মায়া মাখা হাতে
রূপকথার জলে স্বপ্নবোনা প্রাতে
অসহায় আমার সঙ্গী যে প্রাণ
ভয়ে জয়ে নিঃশ্বাস দাতা ত্রাণ

সেথা রক্ত এনেছ যারা
আমি তাদের ফাঁসি চাই।

প্রেম ভুবন, সিক্ত মন
মাতার স্নেহ পিতার আপন
 ব্যর্থ আমার প্রেরণা সঞ্চারি বোন
অনায়াসে হুল্লোড় মনেতে কাঁপন

হে বাণ ছুয়েছ যারা
আমি তাদের ফাঁসি চাই।

আমি ফাঁসি চাই,
ক্ষমতা আর অলিখিত কব্জার
হীন বাসনা অবৈধ সব লজ্জার

আমি ফাঁসি চাই
মুখোশে পালানো অশ্লীল দন্ডধারির
একপেশে আইন ভ্রান্ত গীত জারির।

আমি ফাঁসি চাই,
অন্যায় চোখ রুদ্ধ বিবেক
হিংস্র পুরুষ কুলোষিত মেঘ
আর তাহার মননের আমি, ফাঁসি চাই।

আমি ফাঁসি চাই
বিভেদ তরঙ্গের গরল সমীকরণ
শোষক দেহের অসৎ চরণ
আর তাহার নিয়মের আমি, ফাঁসি চাই।

আমি ফাঁসি চাই,
নীতি বিমুখ ক্ষমতা পালের
উড়নচণ্ডী পথ হারানো আদালতের
আর তাহার আইনের আমি ফাঁসি চাই।

আমি ফাঁসি চাই,
নগরীর পথে,ভ্রান্ত রথে
অগোছালো  সমাজ হেয় নারীর সাথে
তাহার আত্মার আমি ফাঁসি চাই।

আমি আমার ফাঁসি চাই
যদি না পারো দিতে
 কাষ্ঠ ঘন্টা বাজিয়ে নিতে,
তবে ঝুলিতে চাই রাখিয়া পরান
এ জীবন বাদে বাচেঁ যদি মান।

১১.১০.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।