তুমি বলতে ভুলে যাবে আমায় ?
আমি তাকিয়ে থাকতাম তোমার মুখের দিকে
আমার চোখে ভেসে উঠতো পিতামহের কবর
তুমি বলতে কতোটা ভালোবাসা আমায়
আমি নীরব হয়ে চেয়ে থাকতাম
নীল আকাশের দিকে
এখন কতো মানুষ কতো কিছু বলে
তুমি কিছু বলো না
আত্মার ভেতর থেকে মানুষ হয়ে দৌড় দেয়
এক ঝাঁক দুঃখ পাখি
দাউ দাউ জ্বলে ওঠে রিকশার ফ্রুট
তুমি বাঁকা চোখে তাকিয়ে থাকো
স্মৃতির জানালায়
আমার অশীতি দাদি দাঁত ভেঙে বলে
এমন বর্ষায় ভিজে কে শ্বশুর বাড়ি যায়!
১২১/২ তেজগাঁও
ঢাকা