’ছুটিরপাতা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 


 কুড়িগ্রামের উলিপুরে  সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১১নভেম্বর) বিকালে উপজেলার চৌমুহনী বাজার অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলে কেক কেটে ছুটিরপাতা ম্যাগাজিনটি ৫ম বর্ষে পদাপর্ণ করলেন।
এ সময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তাফা, অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ,ধামশ্রেণী ইউপি সদস্য খন্দকার আব্দুল মতিন মন্টু, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আবু আনাছ. নির্বাহী সম্পাদক এস এম নাহিদ সুলতান, রাকিবুল ইসলাম ও ছুটিরপাতা’র বিভিন্ন এলাকার পাঠক ফোমামের সদস্যগণ।
উল্øেখ্য,  কিশোরদের সৃজনশীলতা বিকাশের প্রত্যয়ে কয়েকজন স্কুল পড়ুয়া গ্রামের কিশোরের  প্রচেষ্ঠায় ২০১৬  সালের ১৪ই নভেম্বর সৃষ্টি  হয়  সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’। টিফিনের টাকা বাঁচিয়ে ২০১৭ সালের জানুয়ারীতে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। আজ হাটি হাটি পা পা করে ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পা দিল ছুটিরপাতা ম্যাগাজিন।
শুধু ম্যাগাজিন প্রকাশে নয় বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রাম-গন্জ ও শহরের শিশু-কিশোরদের সুস্থ্য জীবন যাপন, সুস্থ্য পরিবেশ বন্ধন, মানসিক বিকাশ, প্রতিভাবান দরিদ্র শিক্ষার্থীদের সহযোগীতা ও সংকটময় পরিস্থিতিতে সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ গঠনে ছুটিরপাতা পরিবার নিরলসভাবে কাজ করে আসছে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।