তোর মনে ভেসে বেড়ানো কালো মেঘ গুলো
আমি বাতাস হয়ে সরিয়ে দিতে চাই
যখন চৈত্রের খা খা রোদের মত উত্তপ্ত হবে তোর হৃদয়
ঠিক তখনই এক পশলা বৃষ্টি হয়ে ছুঁয়ে দিব উত্তপ্ত বক্ষ
তোকে নিয়ে পাড়ি দেবো ঐ বনের গহীনে
যেখানে পড়েনি এখনো সূর্যের রশ্মি
নিঃসঙ্গতার অনলে পুড়তে দেব না তোকে কখনো
প্রয়োজনে তিমির হয়ে তোকে নিয়ে ডুব দেবো সমুদ্রের তলদেশ
যদি ভালো না লাগে সেথায়
উড়াল দেবো পঙ্খির মত তোর মনের ইচ্ছায়
তবুও তোকে দেখতে চাই মুগ্ধতায়।।
০৯/১১/২০২০