শরৎ এলো ।। ফেরদৌসী খানম রীনা

 

শরৎ এলো প্রকৃতির মাঝে
যেন রানীর বেশে,
স্নিগ্ধ আবেশ ছড়ালো
সোনার বাংলাদেশে।

নদীর ধারে কাশবন
কেড়ে নেয় মন,
শিউলি ফুলের ঘ্রাণে মেতে
 রয় মন সারাক্ষণ।

চারিদিকে ছড়িয়ে থাকে
পাকা তালের ঘ্রাণ,
প্রকৃতির মনোরম সৌন্দর্যে
আবেশিত প্রাণ।

ভোর বেলা শিশির কণার
মুক্ত ঝড়ানো হাসি,
কি যে অপরূপ বাংলার
রূপ দেখতে ভালোবাসি।

মাঠে মাঠে কৃষাণের ফসল
তোলার হাসি আর গান,
পাকা ধানের রঙের শোভায়
পুলকিত কৃষাণীর প্রাণ।

চারিদিকে ফুল আর পাখি
নানান রূপের খেলা,
মুগ্ধতায় চেয়ে কেটে যায় 
সকাল, সন্ধ্যা বেলা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।