এক চিলতে রোদে
মনটা চাইলাম শুকাতে,
মেঘ দিলে সূর্যকে ঢেকে;
কি যেন বললে বাতাসকে ডেকে ।
নীল আকাশের বুকে
তারা হয়ে চাইলাম ফুটতে,
পৃথিবী দুরন্ত গতিতে
লাগলো ছুটতে ।
ভাবি এক পশলা বৃষ্টি হবো
অঝোর ধারায় নীচে নামব,
বাষ্পহীন বাতাসের হাহাকারে
রয়ে গেলাম শুষ্কতার আধারে।
তবে যাই নদী হয়ে
বয়ে যাই বহু দূরে,
স্রোত মানছে হার
জমেছে জীর্ণ লোকাচার !
শুধু ভেবেই কি হবো সার
মিলবে না পথ আমার,
শবের মোড়কে শেষ
রয়ে যায় ফসিল অবশেষ !
আলোর রেখায় হাসির কলস
ভাবনা যেন করছে অলস,
আকাশ পাতাল ভাবছি শুধু
দেখছি মগডালে চাকের মধু ।
শ্বাসে ভরা বিষ বায়ু
কাড়ছে নিত্য আয়ু,
কোলাহল আর কলরব
হিংসায় ভরেছে শৈশব ।
বাঁচা চাই তবুও
হার নয় কখনও,
হাতে ধরে হাত
চলো খুঁজি ভাত ।
যারা দেয় বিচ্ছেদ বেদনা
তাদের বুকে জমে যাতনা,
এ মাটির সোঁদা গন্ধে
ক্ষয় ধরেছে রন্ধ্রে রন্ধ্রে ।