এখন বহুল প্রচারিত একটা নামের
মধ্যে "সৌরনীল"নামটা থেমে আছে।
আজ তোমার জন্মদিন।
এই পারে তুমি আর নেই।
দুর্ঘটনায় পিষ্ট হয়ে যায়
তোমার শরীর,
একটা সবুজ বালক "মৃতদেহ "হয়ে যায়।
রূপান্তরিত প্রশাসন।
মৃত্যুর বিনিময়ে,
নীল আকাশের সূর্যের আভায়
সবাই দৌড়চ্ছি,
আর একটা দিনের অপেক্ষায়।