সুখের ভেলা ।। ইমরান খান রাজ

 


আকাশে উড়ে যায় মেঘ, 
পাখিদের দল আর সুখের ভেলা। 
বহু উঁচু দিয়ে তারা উড়ে যায় 
যেনো ধরাছোঁয়ার বাইরে! 
শুধু চোখ দিয়ে দেখে, 
শান্ত থাকতে হয় নিজেকে। 
যদিও মানুষ হিসেবে শান্ত থাকাটা- 
কিছুটা অস্বস্তির আর কষ্টের। 
সুখ এসে সহজে ধরা দেয় না, 
কষ্টগুলো সহজে পিছু ছাড়ে না, 
তবুও আমরা শকুনের দৃষ্টির মতো 
তাকিয়ে খুঁজে ফিরি সুখ। 
হাজার রহস্য উদঘাটন করতে 
হইনা কখনো বিমুখ। 
মানুষের মতো রহস্যময় প্রাণী 
দুনিয়াতে হয়তো দ্বিতীয়টি নেই আর! 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post