জন্মপত্রিকার উপসংহার ।। এম এ ওয়াজেদ


বিস্মৃতির বায়োস্কোপে মধ্যরাতের আকাশে 
বলাৎকারের জন্মপত্রিকা তালাশ করি 
দ্রুতগামী নক্ষত্রগুলো একসময় 
দৃষ্টির আড়ালে জন্মবার্ষিকী উদযাপন করে 
মনোহর চলনবিশিষ্টা প্রেয়সী প্রেমানন্দে নৃত্য করে 
সজ্জিতার মুখায়বে পরিতৃপ্তির অভিষিক্ত অটোগ্রাফ ৷

অজ্ঞাতনামা করপুটে কোপনস্বভাবা দূরবর্তিতার অনুতাপ
জাতিবৈরিতার বুদ্ধিশূন্য সূচনাপত্রে 
প্রসুপ্তির ভস্মাচ্ছাদিত অবিরাম ক্রন্দন 
আজানুলম্বিত লজ্জায় রক্তিম মুখমণ্ডল 
সুখস্মৃতির দ্বিধান্বিত জীবনপ্রবাহ 
পদ্মগোখরার অবিরাম দংশনে মৃত্যুপথযাত্রী ৷

মৃগতৃষিকার আমিষবর্জিত গাঢ় অন্ধকার 
ধেয়ে আসে নবপল্লবের পাললিক ললাটে 
উজাড় করে পরিমিতির পুষ্পজ পোতাশ্রয় 
মননের চারণভূমি মূল্যবোধের সিংহদ্বার
নীতিশাস্ত্রের রাজদরবার শাসনবিধির রাজতরু
বিকারগ্রস্ত গর্ভদাসের স্বাক্ষরিত আদেশপত্রে 
শোভা পায় স্বস্তির প্রতীকচিহ্ন ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post