তুমি আসবে বলে
সূর্যটা আজ, পাচ্ছে লাজ
সবই নতুন লাগে,
শূন্য ঘাট, মেঘের মলাট
এমন তো হয়নি আগে।
তুমি আসবে বলে
মেঘযুক্ত গগন, আসছে শ্রাবণ
বইছে অঝোর ধারা,
পাখির গান, জলের কলতান
হৃদয় দিচ্ছে সাড়া।
তুমি আসবে বলে
রাত জোনাকি, হলো একি
দিচ্ছে দ্বিগুণ আলো,
রাত প্রহরে, এই শহরে
বাসবো তোমায় ভালো।
তুমি আসবে বলে
তারকা রাজি, ধরছে বাজি
মিটিমিটি করে জ্বলবে,
চাঁদটা তাই, নিঃসঙ্গ একাই
তোমার পাহারায় থাকবে।
তুমি আসবে বলে
সাগরের ঢেউ, দেখবেনা কেউ
থামবে নাতো আর,
পাহাড় গুলো, উড়ছে তুলো
আনন্দে হারাবার।
তুমি আসবে বলে
জোৎস্না রাত, করে মোলাকাত
মুগ্ধ করে চারিদিক,
মেঘের ডানা, দিচ্ছে হানা
ছুটে চলে দিগ্বিদিক।
তুমি আসবে বলে
প্রাণ পাখিটা, আছে বাকিটা
বাজায় সুখের বাঁশি,
তোমায় পেয়ে,যাবে হারিয়ে
বলছে ভালবাসি।