যাদের থেকে জন্ম তোমার
ওহে পুরুষ জাতি ;
তাদের তোমরা পেষণ করো!
এর নেই কোন ইতি?
দশ মাস দশ দিন গর্ভে রেখে,
ভবে আনলো তোমায় ;
তাদের কষ্ট দেখে তোমার
বিদ্রোহ কেন না হয়?
নারী জাতি মায়ের জাতি
মা'ই শ্রেষ্ঠ আশ্রয়;
যার জীবনে মা থাকে না -
কত কষ্টই তার হয়!
নারী মাত্রই দশ ভূজা
নারীর অনেক রূপ ;
নারী ছাড়া জগৎ টাই যে
একেবারেই কিম্ভূত।
মনে প্রাণে এসো আজই
নারী পূজা করি;
নারীর কোন বিপদ হলে -
সদাই ঝাঁপিয়ে পড়ি।