পূজ্য নারী ।। রবি শঙ্কর মুখোপাধ্যায়

 



যাদের থেকে জন্ম তোমার 
           ওহে পুরুষ জাতি ;
তাদের তোমরা পেষণ করো! 
           এর নেই কোন ইতি? 

দশ মাস দশ দিন গর্ভে রেখে, 
            ভবে আনলো তোমায় ;
তাদের কষ্ট দেখে তোমার 
            বিদ্রোহ কেন না হয়? 

নারী জাতি মায়ের জাতি 
          মা'ই শ্রেষ্ঠ আশ্রয়;
যার জীবনে মা থাকে না -
         কত কষ্টই তার হয়! 

নারী মাত্রই দশ ভূজা 
         নারীর অনেক রূপ ;
নারী ছাড়া জগৎ টাই যে 
         একেবারেই কিম্ভূত। 

মনে প্রাণে এসো আজই 
        নারী পূজা করি;
নারীর কোন বিপদ হলে -
        সদাই ঝাঁপিয়ে পড়ি। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post