অনন্ত জিজ্ঞাসা ।। নিতাই মৃধা


কেউ বলতে পারেন  
পূর্ব জন্মে কি ছিলাম, কোথায় ছিলাম?
মৃত্যুর পরে কোন্ রূপে আবার জন্ম নেব,
 কিংবা আদৌ জন্ম হবে কিনা,
 এর উত্তর জানা নেই,
শুধু জানি,ভোরের ফুল, 
বিকেলই ঝরে।

বৃক্ষের কথা আলাদা! 
আগের জন্মের বৃক্ষ,পরের জন্মে,
বৃক্ষই রয়ে যায়।
পরিবর্তন হয় না বংশের।
ফুল থেকে ফল, ফল থেকে বীজ,
বীজ থেকে অঙ্কুরিত চারাগাছ,
জন্ম নেয় সে বৃক্ষ জীবন!
বৃক্ষের সমাজে নেই বিভেদ-বিদ্বেষ !

 আমরা, মানুষেরা ,কজনই বা ভাবি,
কদিনের জন্য পৃথিবীর এপান্থশালায়!
কেনএত বিভেদ ,কেন হানাহানি,
কেন দলাদলি,কেনএত রক্তপাত?

জীর্ণ-বস্ত্রের মত, জীর্ণ এ দেহ ছেড়ে 
একদিন চলে যেতে হবে!
আবার, আসবো কিনা ফিরে,
ফিরলে ও হয়তোবা মানুষ নয় ,
অন্য কোন রূপে, ,অন্য কোনো বেশে,
অন্য কোন দেশে, না এই বাংলায়,
কোথায় জন্ম হবে ,কিছুই জানিনে। 
অনন্ত এ জিজ্ঞাসা বুকে আজো পথচলা!

তাং১৫/১১/২০.

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।