Homeছড়া-কবিতা ভবের হাট ।। জাকিরুল চৌধুরী February 01, 2021 0 ভবের হাট জমাও তুমি দেখো না যে চেয়ে, তুমি আজ খুশি সারা দুনিয়া হস্তে পেয়ে। থাকবে নাকো বেশি দিন তোমার ভবের হাট, ধ্বংশ একদিন হবে তোমার হবে লুট পাঠ। ভবের হাট পেয়ে তুমি আজ বিষণ খুশি, এই সবের জন্য আমরা খোদাকে কেন দোষী। হালিচা: ছড়া-কবিতা জাকিরুল চৌধুরী Facebook Twitter