চাঁদের মুখে পরিয়ে দেবো রঙ্গীন চাঁদোয়া।
অন্ধকারে ঝাপসা হবে, চোখের জলে ক্লান্ত হবে
নিজের সাথে লড়াই করে
ফিরবে আবার সুখের পথে ছিন্নভিন্ন কপোলখানি।
আমরা থাকবো ঘাসের ঝোপে
চুপচাপেতে একান্ত,
অন্ধকারে বেরিয়ে আসুক দুঃখী এবং অভিমানী ।
গা ঘেঁষে আর শরীর ঘষে খুঁজবো আগুন, সাঁজোয়া,
চাঁদের মুখে পরিয়ে দেবো রঙ্গীন চাঁদোয়া।