চাঁদের মুখে পরিয়ে দেবো ।। অমিত চক্রবর্তী


চাঁদের মুখে পরিয়ে দেবো রঙ্গীন চাঁদোয়া।

অন্ধকারে ঝাপসা হবে, চোখের জলে ক্লান্ত হবে

নিজের সাথে লড়াই করে

ফিরবে আবার সুখের পথে ছিন্নভিন্ন কপোলখানি।

আমরা থাকবো ঘাসের ঝোপে

চুপচাপেতে একান্ত,

অন্ধকারে বেরিয়ে আসুক দুঃখী এবং অভিমানী ।

গা ঘেঁষে আর শরীর ঘষে খুঁজবো আগুন, সাঁজোয়া,

চাঁদের মুখে পরিয়ে দেবো রঙ্গীন চাঁদোয়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।