কাউকে কখনো কী তুমি,
অনুভূতি দিয়ে বুঝেছো!
মন দিয়ে কী দেখেছো!
ভালোবেসে কী কাছে টেনেছো!
প্রিয়ার ভালোবাসা মানে,
অদ্ভুত অনুভূতি, অদৃশ্য টান,
বিশ্বাস আর বোঝাপড়ার মিশ্রণ,
যা, পয়সা দিয়ে কেনা সুখ নয় ।
জীবনের উন্নতিতে লাগে,
সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠা।
ভালোবাসার উন্নতিতে লাগে,
সময়োচিত, পারস্পরিক, সমানুপাতিক যত্ন।
যদি ভালোবাসার উপাদানগুলোর,
মিশ্রণ সঠিক অনুপাতে না থাকে,
তবে রসায়নের বিক্রিয়া হবে,
অনেকটা সমান্তরালভাবে চলা রেলপাতের মত।
সময়ের সাথে এগোবে, চলবে,
থাকবে পাশে, হাঁটবে পাশে,
কাজ ও করবে ঠিক ঠিক, কিন্তু .....
মিলবে না কোনদিন, থাকবে মোহনাহীন।