জন্মদিন ।। স্বপন কুমার ধর



এই দিন এলে সব থেকে বেশি,

মনে পড়ে তুমি নেই।

তোমাকে ক্ষণিক দেখার আশায়,

থাকতাম অপেক্ষায় যেখানে,

আজ ও হয়তো সাক্ষী রয়েছে,

বেড়ে ওঠা গাছপালা গুলো সেখানে।

তাদেরই আড়ালে ধরতাম হাত,

বসতাম শীতল ছায়ায়,

কাঁপা কাঁপা হাতের স্পর্শ পেতাম,

স্বপ্ন ও দেখতাম ভবিষ্যতের।

নতমুখী হয়ে বসতে যে তুমি,

আঁচল ছড়িয়ে দিয়ে।

ভীরু ভীরু চোখ, কম্পিত ঠোঁট,

আজ ও সব মনে পড়ে।


সময়ের সাথে সবই বদলেছে,

বদলায় নি স্মৃতির পাতা।

পাই না যে আর তোমার আদর,

মন তাই আজ বড়ই কাতর,

রোজ বসে ভাবি, মনে একা একা,

বিরহের জ্বালা, সইছি যে সদা,

মনে গুঁজেছি কাজের ব্যস্ততা,

চারিদিকে যে কেবলই শূন্যতা,

তুমি নেই বলে হয়তো স্তব্ধতা,

অনুভব করি নিজের নিঃসঙ্গতা।

সহ্য করে ও বহু বেদনা,

জানি, তুমি আজ স্মৃতির প্রতিমা,

এই দিন এলে, সব থেকে বেশি,

মনে পড়ে তুমি নেই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।