ভালোবাসি কথাটি বলতে পারিনি ।। অন্তর চন্দ্র

 


লক্ষ্মীশ্রী দূর থেকে তোমায় দেখতাম 

তোমার স্পর্শ কি আজও জানতে পারিনি 

এই আমাকে দেখ তোমার পথ চেয়ে থাকতাম

কিন্তু কখনো কাছে যেতে পারিনি।।

আমায় অবহেলা করতে কেন?

তোমার কাছে জানতে চাইনি, 

হয়তো প্রেমেরও জাগে প্রজনন

তোমার কাছে শুনতে চাইনি।।

নদীর জোয়ার ভাটায় পূর্ণিমার স্বচ্ছ আলো

কল্পতরুর মতো কাছে আসার জন্য ছটপট করছে,

নয়নের জলে ভিজে গেছে হৃদয় তবুও প্রেমশূন্য 

লক্ষ্মীশ্রীর কথা মনে পড়ে প্রেমহীন এ পৃথিবীতে।।

বারবার ছুটে যাই তটিনীর বুকে 

আমার নিথর দেহ পড়ে থাকে 

একটি বার কেউ এসে ভালো থাকার কথা বলেনা 

কল্পনাময় ভালোবাসা রাজ্যে সুখে আছে ললনা।।

তোমায় দেখার পর আর আমার নিদ্রা যাপন হয় না

কত প্রহর গুনতে গুনতে শেষ প্রান্তে এসে

নিদারুণ সব গল্পগাথা এক নিমিষে হয় সে ব্যাথা

তবুও তোমার পথের চিহ্ন থেকে যায় মনে।।

লক্ষ্মীশ্রী আমার দিকে চেয়ে দেখ

তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা 

দু'চোখ খুলেই এদিক - ওদিক শুধু তোমাকে দেখি

কিন্তু আজও ভালোবাসি কথাটি বলতে পারিনি।।

2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।