পূণ্য ।। অন্তর চন্দ্র

 


আমি দেখেছি এ শুন্যে।

অফুরন্ত প্রেম পুণ্যে।।

আগুনে হয়না ভষ্ম।

রৌদ্রে হয়না শুষ্ক।।

তুষারে নাহি শীতল।

পাষাণের চেয়েও দৃঢ়।।

যে করেছে বিশ্বে পুণ্য ।

কহিল, নহে সে শূণ্য।।

জগদীশ প্রেমে ধন্য।

হয়নি কভু মলিন ।।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।