পূণ্য ।। অন্তর চন্দ্র

 


আমি দেখেছি এ শুন্যে।

অফুরন্ত প্রেম পুণ্যে।।

আগুনে হয়না ভষ্ম।

রৌদ্রে হয়না শুষ্ক।।

তুষারে নাহি শীতল।

পাষাণের চেয়েও দৃঢ়।।

যে করেছে বিশ্বে পুণ্য ।

কহিল, নহে সে শূণ্য।।

জগদীশ প্রেমে ধন্য।

হয়নি কভু মলিন ।।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post