আমি দেখেছি এ শুন্যে।
অফুরন্ত প্রেম পুণ্যে।।
আগুনে হয়না ভষ্ম।
রৌদ্রে হয়না শুষ্ক।।
তুষারে নাহি শীতল।
পাষাণের চেয়েও দৃঢ়।।
যে করেছে বিশ্বে পুণ্য ।
কহিল, নহে সে শূণ্য।।
জগদীশ প্রেমে ধন্য।
হয়নি কভু মলিন ।।
আমি দেখেছি এ শুন্যে।
অফুরন্ত প্রেম পুণ্যে।।
আগুনে হয়না ভষ্ম।
রৌদ্রে হয়না শুষ্ক।।
তুষারে নাহি শীতল।
পাষাণের চেয়েও দৃঢ়।।
যে করেছে বিশ্বে পুণ্য ।
কহিল, নহে সে শূণ্য।।
জগদীশ প্রেমে ধন্য।
হয়নি কভু মলিন ।।
আপনিও লেখুন বর্ণপ্রপাতে