প্রভাত কথন -৩ ।। নুসরাত জাহান

 


মুয়াজ্জিনের কণ্ঠে নিদ্রা ভঙ্গ, 
রাস্তার দুপাশে সারি সারি গাছ আর
সকালবেলার হালকা বাতাস
মন করে তোলে প্রফুল্ল।

পক্ষীকূল এগাছ থেকে সেগাছে  
এ ডাল থেকে সে ডালে ছুটে চলেছে। 
সেইসাথে কিচিরমিচির করে চলেছে অবিরত।

আজ আকাশটা কেমন ঘোমটা দিয়ে আছে। 
এইতো দুদিন আগে কী ঝড়টাই না হল,
তবুও মেঘ সরে যাওয়ার নাম নেই!   
এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে পুরো আকাশ 
নিজেদের দখলে রেখেছে।
ঠিক জমা হয়ে থাকা অভিমান গুলো
হৃদয়টাকে যেমন পাথর বানিয়ে রেখেছে।   


১২ই মার্চ ২০২১
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম   

আরো পড়ুন নুসরাত জাহান

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।